কোথায় যাব?
আসলেই আমি আমার বিশ্বাসের গর্ভ থেকে জন্ম নেওয়া জগত সংসারকে লজ্জায় ফেলে দিয়ে কোথায় যাব?
কেন যাব?
যাবোটা কোথায়?!!
এই ঠান্ডা নির্লজ্জের মতো মানুষদের দলে যাব?
যেখানে ক্রমান্বয়ে বিবেকের মাইগ্রেনের ব্যথা নিয়ে একটা দমবন্ধের মতো সিদ্ধান্ত মেনে নিতে হয়?
আমার নির্দ্বিধায় চিন্তার পথ এখন কেন মিথ্যা অপবাদের হাসির পাত্র?
একটা স্বাভাবিক মানুষ হতে পারলাম না বলে নিজেকে এখন রূপকথা মনে হয়….
স্বাভাবিকতাকে চিবো চিবোতে যখন শান্তি প্রিয় বেহায়া মানুষরা ন্যায় অন্যায়ের ধারে কাছে না যেয়ে একটা শীতল কুন্ঠা ভরা জীবন বেছে নিতে বলে,
তখন আকাশের দিকে তাকালে নিজেকে মিথ্যা মনে হয়…
মুখ দিয়ে কোন কথাই ঠিক মতো বের না হওয়ার দরুন এই মধ্যরাতে কাতরাচ্ছি আমি স্বপ্ন থেকে বেরোতে পারিনি বলে,
স্বার্থ উদ্ধারের বাস্তবতায় নিজের তরতাজা শরীরকে খুন করে একটা লক্ষী সংসারী লাশ হতে আসলে আমি কোন ভাবেই পারছি না….
তাই আমি কোথাও যাবো না।