কর্তনের পর হয়তো থাকবে আরেকটু শক্তি,
মানসিক শক্তি – সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চিন্তা ভাবনার শক্তি…..
কিছু নকল নকল কথোপকথনে কেটে যাবে সময়,
অত আয়োজন করে কেউ বলতে চায় না;
বুকের ভেতর ই থাকে সুসজ্জিত কথা….
বাইরে বের হলে নকল নকল লাগে।
আমাদের খারাপ স্মৃতি, আঘাতের ঘটনা অথবা নষ্ট হয়ে যাওয়া অঙ্গ কর্তনের পর থাকবে আরেকটু শক্তি,
নবজাতক নিশ্বাসের জীবন…
শোকাহত প্যাসেজের মতো
অথবা কোন প্রাশ্নিক ফেরেশতার আগমন পর্যন্ত।