বিরতি চাওয়ার জন্য মিনতি করে তৃতীয় রাস্তার ছিদ্র,
দয়াশীল খসখসে স্বর দিয়ে বিরবির করে অনুমতি দিই..
অনুমতি আমিও একটু চাই,
বলতে পারি না…
সজাগ অবস্থার নিরুত্তর জগতে দাঁড়িপাল্লায় ঝুলে আছি,
আমার মনটা আমার লাশের চেয়ে ভারী সর্বদা।
রাস্তা গুলো মনিবকে ভালোবাসে,
কিন্তু আমি পছন্দ করি না প্রভুত্ব ;
তবুও অসংখ্য হাসির শব্দে, চুমুর শব্দে মুখোরিত থাকে পথ!
তৃতীয় রাস্তার ছিদ্র দিয়ে চলে যাই রূপকথায়,
নেশা…
ঘোর কেটে গেলে আবারও তিন রাস্তার মোড়ে।
নেশা ভালো নয়,
আবার অভাব বোধও ভালো লাগে না..
কি যে করি!
মনটা এত ভারী…
আমার লাশের চেয়েও ভারী।