3/5 - (1 vote)

রুপের শিখা ঠিকরে তোমার
আকাশ হলো আলো,
দুধের আভা কালো হলো
তোমায় চেনা গেলো।।
রাগের দেশে থাকলে তুমি
ভীষণ ভয়টা লাগে,
বাড়ি এলেই ভালোবাসা মোর
দ্বিগুণ করে জাগে।।
ডাগর ডাগর আঁখি তোমার
কেশ যেনো কেশপরী,
হাসলে তুমি দুনিয়া হাসে
অপরুপ সুন্দরী।।
গাল দুটি তম ঝকঝক করে
অট্ট হাসি দিয়ে,
সাত সমুদ্র তেরো নদী ভাবে
তোমায় করবে বিয়ে।।
গুটি গুটি হেঁটে কচি মুখে তুমি
ডাকো যখন আমায়,
মায়াবী লাগে সাথী ওগো
ডুবে যায় ভালোবাসায়।।
শরীর তোমার মেহগনি যেনো
মনটা ভীষণ উদার,
ভালোবাসি সাথী তোমাকেই শুধু
থেকে যাও আবদার।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments