কাড়াকাড়ি আজ মন্দির মসজিদ
ভাগাভাগি জমি ভিটে,
ফুটপাত বাসী মরছে কেঁপে
জানুয়ারির এই শীতে।
ধর্ম সহায় ভুক্ত ভোগী
ভাষণ প্রহর ঘন্টার,
হাটের মাছে উড়ছে মাছি
বাজার কাষ্ঠ অঙ্গার।
যুদ্ধ শুরু রুদ্ধ শ্বাস
জলের আছে খাজনা,
অল্প সময় মৃত্যু মুখী
কূটনীতি আজ বাজনা।
অসৎ ভাবে থাকলে হেথায়
নবাব হয়ে যাবে,
নাহলে হেথায় বাদুড় যুদ্ধে
এঁটো পান্তা পাবে।
হয়েছে সময় জাগতে হবে
ন্যায়ের বর্ম পরো,
ধ্বংস করো শয়তান মনু
সুস্থ সমাজ গড়ো।