বাস স্ট্যান্ডে স্টেশন মোড়ে কখনো রেলের কামরায়,
করুন মুখে খাবার তরে কেঁদে কেঁদে হাত বাড়ায়;
রাস্তার ধারে জঙ্গলে বাস ফুটপাতে কাদা ভূঁয়ে,
দিবানিশি তারা সংগ্রাম করে ছেঁড়া কুঁড়েতে শুয়ে।।
পাঁচ বছরে সব বদলায় সরকার আসে যায় ,
এদের হয়না হাড়ে উন্নতি জীর্ণ থেকে যায়;
ছেঁড়া কুঁড়ে জীর্ণ বস্ত্র মরু জঙ্গলে বাস !
এতো কষ্টে, করে সংগ্রাম ফেলে বাঁচবার শ্বাস।।
ভিক্ষা করে গঞ্জে গ্রামে কখনো বাজার হাটে,
চোর চোর বলে চিৎকার দিই আমরা স্বীয় ঠাটে;
চোর নয় ওরা জীবন সংগ্রামী বাঁচার বাঞ্ছা বুকে,
ওদেরও আছে ছোট্ট পরিবার তারা চাই থাকুক সুখে।।
কতকাল এরা ভুগছে এভাবে করেনা সাহায্য কেউ,
সরকার আসে সরকার যায় দিয়ে যায় শুধু ঘেউ;
তাইতো কোথাও চোর ভাবি এদের, কোথাও ছেলেধরা,
হাত-পা বেঁধে লাঠালাঠি করি মিটায় ভিক্ষা করা।।
মানবতা যুক্ত কিছু ব্যক্তি আছে এই ধরাধামে,
সুযোগ বুঝে গোপনে গোপনে তাঁদের দেখে নামে;
যেটুকু পারেন সাহায্য করেন তাকায় ওপর পানে,
বায়ুমণ্ডল ধুলিকনারা চিৎকারে দোয়ায় কানে।।
ইতিহাস যখন লেখেনি লেখনি তখনের যাযাবর
লুটে খায় যারা নেতা সাজে তারা,তারা হলো গব্বর;
মানবতা বিরোধী বিল পাস করে মন্ত্রী সকল মিলে,
ছোট মাছকে ছুটিয়ে ছুটিয়ে বড়ো মাছ খাচ্ছে গিলে।।