5/5 - (1 vote)

চারিদিকে আজ ছিন্নমস্তা
গুন্ডার কারবার,
অসৎ উপায়ে বদনাম করে
মন্দির দরবার।।
রক্তের হোলি আকাশে মাটিতে
থামানো দুর্বার!
ঘর ভিটেমাটি কিশলয় মন
প্রাতেঃ হয় ছারখার।।
আগ্নেয়াস্ত্র বাড়িতে বাড়িতে
ঠুই-ঠাই দুম আওয়াজ,
আতঙ্কিত বাংলা ভারত
যেন বিদ্যুৎ বাজ ।।
লাঠিসোটা হয় তৈলমাক্ত
রক্তের হবে স্নান,
ভীত কম্পিত শঙ্কিত মনু
পিছে ধরে নিজ কান ।।
দাপট চলছে ঘুষখোরদের
এসেছে যেন যম,
ইজ্জত-আব্রু করবেই শেষ
টাকা হয় যদি কম।।
মন্দিরের-পুরোহিত মসজিদ-ইমাম
সরকারে শোষিত,
যুগ যুগ ধরে বড়ো গোঁফেরা
সমাজে ভূষিত।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments