এই বাবু তুই ভাত দে দুটি
আজ তো মোদের লঙ্গর ছুটি,
খিদের চোটে বিড়াল উঁকি
তোরা বাবু হবি রে সুখী।
চোখের পানি গড়িয়ে পড়ে
মুখ হাত কালি কাজের তরে,
জীর্ণ পোশাক মোদের দেহে
এই বাবু তুই ভাত দিয়ে দে।
মা বাপ নাই মোদের মাঝে
রাস্তায় ঘুমায় আমরা সাঁঝে,
কুকুর বিড়াল কাড়াকাড়ি ভাত
নেই যে মাথায় কোনো ছাদ।