মানুষের অনেকগুলো হাত থাকলে খুব ভালো হতো।
গীটার বাজানোর জন্য একটা হাত
পাউরুটি খাবার জন্য একটা হাত
জুয়া খেলার জন্য একটা হাত
এমন হলে খুব সুবিধা হতো।
এমন হলে মানুষ যে হাতে টাকা গুনতো সে হাতে গীটার বাজাতো না।
এমন হলে মানুষ যে হাতে গোলাপ ধরতো সে হাতে হত্যা করতো না।
2021-07-13