বাংলা কবিতা, বন্ধু কবিতা, কবি ইমতিয়াজ মাহমুদ - কবিতা অঞ্চল
4.6/5 - (8 votes)

আমি মরে গেলে বন্ধুরা মনে হয় কেউ কেউ আসবে। আমার লাশ
দেখতে। বলবে, ওর যে এমন হবে সেতো আগেই জানতাম।
কতবার বারণ করা হলো। কে শোনে কার কথা। কেউ বলবে, গত
সপ্তাহে একবার ফোন করলো। কথা বলতে পারলাম না। বুধবার
বাসায় আসতে বললাম। এলো না। একজন বলবে, বছরখানেক
আগে সাত হাজার টাকা ধার করলো, তারপর কোনো দেখা নেই।
আরে আমি কি কখনো টাকার তাগাদা দিয়েছি!
-তাদের কাছে আমার অনেক ঋণ।
আমি মরে গেলে আমার লাশটা বন্ধুদের খেতে দিও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments