এমন দেখিনি আগে
পৌষে আকাশ ভেঙে
বৃষ্টি ঝরে অবিরল—
দাদার কথার ফাঁকে
কানে বাজতে থাকে
কি অসুখে তোমার
পেটে ব্যথার রোদন।
2022-11-02
এমন দেখিনি আগে
পৌষে আকাশ ভেঙে
বৃষ্টি ঝরে অবিরল—
দাদার কথার ফাঁকে
কানে বাজতে থাকে
কি অসুখে তোমার
পেটে ব্যথার রোদন।