কালো টিপ নীল চুড়ি,
খোপায় গোজা ফুলকুড়ি,
পড়নে নীল শাড়ী,
মিষ্টি লাগবে ভারী।
তবু দেখতে মানা,
বারণ ভীষন সপ্ন বোনা।
জল্পনার আল্পনা চলে,
মুগ্ধতার প্রাবল্যে।
কল্পনার নীলাচলে,
আল্পনা ভীষন রাঙিয়ে চলে।
তবু রাঙাতে মানা,
বারণ ভীষণ সপ্ন বোনা।
মিষ্ঠি হাসির উপরে,
লাল টুকটুকে টোলে,
মগ্ধকর লোচনে,
সজ্জিত লোচন কাজলে,
তাকিয়ে তাকতে ইচ্ছে করে।
তবু তাকাতে মানা।
বারণ ভীষণ সপ্ন বোনা।