বিষয় টা ত্যামন নয়,
সবাই যা ভাবে!
যা সহজভাবে ভাবে!
আসলে তা নই।
আসলে ছেলেখেলা থেকেই,
ভালোবাসা এগিয়ে এসেছিলো।
দম ফুরাবার আগে রঙ ফুরালো,
নাকি,
রঙ ফুরাবার আগেই দম ফুরালো;
সেটা জানার সুযোগ হয় নি।
বরং সুযোগ দেয়া হয় নি।
এক ছায়া যাতনার,মায়াময় নাট্যদৃশ্য,
অবিশ্বাস আর বিশ্বাসে তফাৎ যেখানে, খুবই নগন্য ছিলো।
বিশ্বাস করে লুকোচুরি খেলা হয় না,
জেনেও অপরাধবোধে বিশ্বাস করেছি।
দূর্বলতায় আঘাত করা,
রণক্ষেত্রের বিশেষ সৌন্দর্যমন্ডিত,
যাতনাময় দৃশ্য।
আমি তো কবু সৈনিক ছিলাম না,
তবে কী রণক্ষেত্রে আমার পতন টা,
জীবন কে খুন করেছিলো?