প্রিয়তমা অধরা,
তোমার ধূসর গোলাপি দু-ঠোঁট,
সুরা রঙা,মাতাল করা!
তোমায় আজ করবো নেশা,
করবো যত রঙ তামাশা,
মাতাল হবো,খেলবো গোল্লাচোট!
পেয়ালাতে সুরা সাজাতে,
হয়ে আসো সাকি,
রঙমহল রাঙাতে,
হয়ে আসো বাঈজী!
নিজ হাতে আমার সিগারেট জ্বালাবে,
সাকি হয়ে পেয়ালাতে রঙ সাজাবে,
মু্ক্ত আকাশ কাঁপবে,
বাঈজী তোমার নাচনে!
তালে তালে শৃঙ্গার তুলবে,
রূপে রঙ্গমঞ্চ কাঁপাবে,
নাচবো আমি,হবো মাতাল,
তোমার রূপে স্বাদবো বেতাল!
তোমার রূপে হবো অন্ধ,
সুরে বাজাবো ছন্দ,
নাচবে তুমি,বাজাবো তবলা,
তোমায় নিয়ে মিলাবো কবিতা!
প্রিয়তমা অধরা,
সাজাও আসন,রাঙাও সুরা!
আমার রঙ মহলে তুমিই রাণী,
তুমিই সাকি আবার তুমিই বাঈজী!