মন বেয়ে,ক্ষন ছুয়ে,
দূর অজানায় হারিয়ে যাবো।
ওলট পালট সপ্ন মাখিয়ে,
রোজ অবসাদ আঁকবো।
এক চিলতে খরতাপ রোদ্দুরে,
ঝড়ে পরা ঘামে,
একটা মুক্তো মাখা মুচকি হাসি,
স্বাপ্নিক অভিযানের মতই দুঃসাহসী।
সপ্ন বিলাষের গহিনে,
বিষাদ লুকিয়ে গভীর অন্তরালে,
রোজ ভালোবাসি,
কড়া সিগারেট আর চায়ের রঙে!
আলপনা ডঙা এই ভালোবাসায়,
মাতম,উল্লাসিত আভায়।
নিয়ম করা পরামর্শনামায়,
মাতম আমি উল্লাসিত প্রেমাভায়।