জীবনের দামে বেচে দেওয়া গানে,
মুগ্ধতার সুরে সুরে,
তোমাকে খুজেছি আমি বারেবারে।
কখনো খুজে পাইনি,
তা নই,বরং খুজে নিয়ে,
কখনো হারাতে চাই নি।
স্কুল ফটকে লটকে থাকা হাসি,
মায়াভরা চাহুনী আজো হয়নি বাসি।
সেই মেঠোপথ,যে পথে রোজ হাটতে,
তোমাকে সে আজো চাই হাটাতে।
আলপনা আঁকা হবে,
স্নিগ্ধ প্রেমাবশ রূপ ছুয়ে,
রোজ ভোরে চিনি কম দেয়া চায়ে,
ভালো লাগে বলেই ভালোবাসা হবে!