হঠাৎ একটা সাক্ষাৎকারে,
বাস্তবতায় আবেগ জড়িয়ে,
আসন পেতে বসবো,
খুন হওয়ার গল্প শুনাতে,
খুন হয়েছিলাম ক’বছর আগে,
পলকহীন এক চোখের আড়ালে।
খুনির আনাগোনায় বিশাল জঠলা,
তা জেনে ইচ্ছেবশত খুন হয়েছি।
কাজল কে মায়া করে,
বাঁচতে চাওয়া এই মন,
অনিচ্ছা বশত হয় খুন,
মেঘ কালো সন্ধ্যা জুড়ে।
পাপে অপরাধ হয় জানি,
প্রেমিক হওয়া অপরাধ মানি,
নেশায় নেশাগ্রস্ত বলে ভাবিনি
নিজেই হবো নিজের খুনি!