এ সমাজ উচ্চ শিক্ষিত সুশীলদের,
আমাদের মত অসামাজিকদের নই।
আমি অসামাজিক ছিলাম না,
সুশীলদের অনৈতিকতা,
মুখমিলানো চতুরতা,
আমাকে অসামাজিক বানিয়েছে!
আমি প্রতিবাদের কন্ঠে
বঙ্গবন্ধু হতে চেয়েছি,
ওরা আমাকে জেলে পুড়ে,
হত্যার ভয় দেখিয়েছে!
আমি ন্যায়ের স্বার্থে,
ধার্মিক হতে চেয়েছি,
ওরা আমার প্রতিবন্ধকতা দেখিয়ে,
অপমান করেছে!
আমি সমাজ আর সুশীলের ভয়ে,
লুকিয়েছিলাম,মগজ লুকিয়ে,
ওরাই আবার হারানো বিজ্ঞপ্তি দিয়ে,
বারবার গুম ভাঙিয়ে জাগিয়ে তোলে।
আমি বাঁচার মত বাঁচতে চেয়েছিলাম,
মানব নই,মনুষ্য হয়ে বাঁচচতে চেয়েছিলাম!
ওরাই আমাকে খুন করতে চেয়েছে,
আবার আমাকেই আসামী বানিয়েছে!
সে কোন সংবিধান,আমি জানতে চাই,
যেখানে বঙ্গবন্ধু হতে চাওয়া অপরাধ?
যদি তাই হয়,তবে এ দেশে
সদ্যজন্মানো শিশু ও মস্তঅপরাধী!
সে কোন আইনবই,আমি জানতে চাই,
যেখান হতে হারিয়েছে ন্যায়বোধ?
যদি তাই হয়,তবে এ দেশে,
সদ্যপ্রশবা মা–ই জগন্য মিথ্যাবাদী!