সে এক প্রেমের নিবন্ধন,
প্রিয়তমা বলেই,স্মৃতি চেতন,
ঘাতক হতে চাওয়া মন,
একা আত্মহত্যা চাই না জীবন!
আলিঙ্গন করে জোৎস্না দোড়িয়ে,
প্রিয়তমা সঙ্গী বানিয়ে যাবো হারিয়ে।
প্রেমের নিঃসঙ্গতায় ছিল না কবু হতাশা,
ব্যাস্ততায় ছেপে যেত আত্মহত্যা!
খুন করা মনজুড়ে আবেগ পাতা,
আকাঙ্ক্ষা,মৃত্যু ও যেন হয় ভালোবাসা!
সময় গড়িয়ে নিয়তি ছুয়ে,
তুমি অন্যের হলে,
রই আমি আনমনা পথ ভয়ে,
সংশয়ে নুইয়ে জীবনভরা ভুলে!
দেয়াল ঘেরা এক করিডোরে,
আনমনা বসে অাধভাঙ্গা দেয়ালে,
ইতিহাসের সভ্যতা পাছে ফেলে,
জীবন অভ্যাসের দাসত্বে চলে!
আবেগের সিংহাসনে বসে আমি,
ঘাতকতা দূরে,প্রতারণার ভয়ে তুমি!
অট্টহাসিতে মৃত্যু চাপা পরে যাবে,
কেঁদো না,কাজল নষ্ট হবে।
সেই কাজলে সেজো অপরূপে,
দিয়েছিলাম যে কাজলে জীবন সপে।
শুঁড়শুঁড়ি মাখা আবেগের বসে,
উন্মাদ তুমি-আমি খুনের আফসে!
খুন!প্রেম হোক নির্বোধ,
খুন!প্রেম হোক সুবোধ,
খুন!বয়ে নিক প্রেমস্রোত,
খুন!খুনে ভীত হোক প্রেমবোধ!