দু চার লাইনের কথিকায়
আমায় প্রকাশ করা দায়!
ক্ষোভ,ক্রোধ,বিষাদের যন্ত্রনায়,
রোজ আমি হামাগুড়ি খায়!
ছেটে পুটে খাচ্ছে ত্যাক্ততা,
গ্রাস করছে রোজ ব্যার্থতা!
জীবন থেকে পিছু হটতে,
রোজ উদ্ধত হয়ে,হয় থামতে!
কিছু প্রেমের পিছুটান,
জীবনে রেখেছে অবদান।
ধার করা ঋণ,শুধিতে হবে দেনা,
হাত পেতে আছে,পাওনাদারের পাওনা।
পাওনা বুঝিয়ে দিলেই,
কান্ত হবে ক্ষুদার্ত মন।
দেনা পাওনার হিসাব চুকলেই,
স্বপ্নের মত স্বাপ্নিক হবে জীবন।