বাংলা কবিতা, কাব্য-আসমাপ্ত কবিতা, কবি ইফতেখার নুর - কবিতা অঞ্চল
Review This Poem

সময় নিয়ম করেই গরাচ্ছে,
আয়ু সময় ধরেই ফুরাচ্ছে,
এরই মাঝে নিয়তির বসবাস,
এরই মাঝে ভূ-মানবের আবাস!

গুটি গুটি কাটা নাড়িয়ে,
সময় চলেছে বয়ে,
তোমাকে ভালোবাসার সে-অকাল,
লাগে যেন আজকের এই সকাল।

মনোতৃপ্তির উদ্যমে চেয়েছি,
আপন ভরে ভালোবেসেছি,
যদিও ছিলো হারানোর ভয়,
তবু ও জানি মন মানে না নয়-ছয়।

প্রিয়তমা বলে চিক্কুর পেরেছি,
হেডফোনে গান ছিলো,তাই শোনোনি,
ভালোবাসি রোজ বলেও,
তুমি শোনোনি,তাই বলা হয়নি আজও!

অব্যক্ত কিছু কথা,
কালো বুকে বাড়াই ব্যাথা,
বলতে গেলে যত বলি,বাক-অতৃপ্ত,
লিখতে গেলে হবে কাব্য-অসমাপ্ত!

তোমার শিক্ষার উচ্চ গড়ন,
আমাকে হেয় করছে বারবার,
ভালো থেকো,হোক সুন্দর জীবন,
খোদার দরবারে,এই কামনা আমার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments