সময়ে অসময়ে থেকেছি পাশে, দূরত্ব নয়, হাজার কিলো পায়ে হেঁটে ভালোবাসার কথা বলেছি৷
বলেছি ওপারে গণতন্ত্র নেই, এপারে গণতন্ত্র৷
আকাশ ম্লান হেসে স্নান করেছে পৃথিবী জুড়ে৷
আজ আমি স্বাধীনতা হারিয়েছি গনতন্ত্রের৷
আজ আমি ভালোবাসার কথা বলতে পাড়ি না জনসমক্ষে৷
সততা হারিয়েছে সত্য প্রতিশ্রুতি দিয়ে পুনঃ রুপ না করে৷
সত্য আমরা লোকাচ্ছি৷
উনপঞ্চাশ বছর ধরে আমরা রণ-ক্লান্ত৷
আমরা সব জয়ধ্বনি শুনতে চাই৷