নীলাম্বরী,
তোমার কপালের টিপ পূর্ণতা পাবে আমার স্পর্শে,
আয়নার সামনে তাকালে পাঠ করবে আমার চেহারা;
হাসিতে জানান দিবে তোমার জীবনে আমি থাকার উপকারিতা,
দূরে কোথাও গেলে-
ভুল রোগ তোমাকে চেপে ধরবে এটা ভেবে-
আমি ফিরে আসবো তোমার মুখোমুখি!
তোমার চোখে চোখ রেখে উচ্চারণ করবো;
দূরত্বের সীমানা চোখের আড়াল মানে তোমার চোখের অসুখ,
খোঁপায় ঠাঁই দিবে না তোমার প্রিয় ফুল,
তোমার কন্ঠে সুর তুলবে না আমার অনুপস্থিতিতে,
থেমে থাকবে আঙ্গুলের কারুকাজ!
অতএব দূরত্ব একটি রোগের নাম,
মন খারাপে তোমার প্রধান ঔষধ শব্দহীন আমার মৃদু হাসি ।
2021-10-24