Review This Poem

কী চাও তুমি?
খোঁপায় ফুল গেঁথে দিবো,
না শীতের দিনে গায়ে চাদর জড়িয়ে দিবো?
কুয়াশার দিনে কুয়াশা ভরা ঘাসে পা মিলিয়ে হাঁটবো,
না নীল প্রজাপতির ডানা ধরতে দু’হাতের ছোঁয়া অনুভব করবে?

কী চাও তুমি, বলো ।
ভুল বানানের চিঠি দিয়ে তোমায় প্রেম নিবেদন করবো,
না সামনে এসে কম্পন সুরে ভালোবাসি বলবো!

তোমার সাথে প্রথম আলাপনে কী শুনতে চাও,
ভালবাসি, তুমি প্রকৃতি, না প্রিয় বলে ডাক ?
কী চাও তুমি, বলো ।

ভালোবাসি,
প্রথমে তুমি বলতে চাও,
না আমার থেকে শুনতে চাও?
কী চাও বলো ।

কী চাও তুমি?
বর্ষার কদম ফুল নাকি বৃষ্টির দিনে হাতে হাত রেখে পথচলা,
পাশাপাশি ঘুমে মগ্ন হওয়া নাকি আমি ঘুমিয়ে গেলে আমার নিঃশ্বাস শোনা?

বলো, তুমি কী চাও?
কী চাওয়াতে তোমার আনন্দ,
কী পাওয়াতে তোমার ভাল লাগা?
বলো,
আমি যে একটু শুনতে চাই ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments