অতোটা দূরে যেওনা; যতোটা দূরে গেলে তোমার নিঃশ্বাস লুকিয়ে যায়!
তুমি দূরে গেলে একাকীত্বের প্রাচ্যে আমি বন্দি হয়ে যাবো;
আমার নিঃশ্বাস থেমে যাবে!
তুমিহীনা রোগে আমাকে চেপে ধরবো-
তোমার স্পর্শের ঔষধের প্রতীক্ষায় আমি উন্মাদ হতে শুরু করবো।
2021-08-25
অতোটা দূরে যেওনা; যতোটা দূরে গেলে তোমার নিঃশ্বাস লুকিয়ে যায়!
তুমি দূরে গেলে একাকীত্বের প্রাচ্যে আমি বন্দি হয়ে যাবো;
আমার নিঃশ্বাস থেমে যাবে!
তুমিহীনা রোগে আমাকে চেপে ধরবো-
তোমার স্পর্শের ঔষধের প্রতীক্ষায় আমি উন্মাদ হতে শুরু করবো।