বাংলা কবিতা, রাষ্ট্র কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

তোমার দৃষ্টিতে রাষ্ট্রের গায়ে এখন রঙচটা গালিচা;
আমি দেখি নগরে নগরে মুর্দার খাটে দীর্ঘশ্বাস আঁটা।
মানুষের নাসিকারন্ধ্রে শিয়ালের পেচ্ছাপ আর কুকুরের
যৌনতা । অথচ সুগন্ধে বিভোর হয় রাষ্ট্রচালকের নাসা।
এখানে;
কবিতায় কিম্বা গানে কোনো সুর নেই বলে
ক্ষমতাবানদের নাজায়েজ কম্মে কম্মে সা-রে-গা-মা-পা।
এক টুকরো জমিন আঁকড়ে ধরে বেঁচে থাকা
আবুলের ফুন্দে লাথি মারে শুয়োর;
পঞ্চ গেরামের মাতব্বর মশাই যিনি।

আমি চিৎ হয়ে শুয়ে থাকি মাটির অশীতল গালিচায়;
আসমানে দেখি খেলতে নেমেছে চন্দ্রমল্লিকার হাজারো দাসী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments