বাংলা কবিতা, গাঙে মিশেল ফুকো কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
4/5 - (5 votes)

বৃষ্টিতে ভিজছে মিশেল ফুকো— অনাবিল সবুজ ঘাসে
বিষণ্ণ গরুর নাফা। দূরে— ফুলের যৌনতা চুষে দিশেহারা
মৌমাছি নিঃসঙ্গ পাতার নীচে খুঁজছে ঘর।

গোয়ালঘরের গরু তুমি ডাকিছো — হাম্বাআ

পানাপুকুরের শীতল জলের ভীতর নামছে নরোম সন্ধ্যা। জল
পড়েনি, নড়েনি পাতাও তবু— মীনের আঁশ আঁকছে ফুকোর
যৌনক্ষুধা।

ও গাঙের মেয়ে— এই মরিচক্ষেতে — তোমার পাশে বাঁধা
গরুটা কার— ফুকোর নাকি গ্যাটোর?

কে অমন উত্তর দেয় তোমার মতো, সব শালা চুলোয় যাক,
ফুকো ডুবুক জলে সঙ্খের এই ভাঙা চর জানে, তুই হারামি আমার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments