বাংলা কবিতা, কবির মৃত্যু কবিতা, কবি ইবনে শামস - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

ঈশ্বর হতে ফরমান এসেছে-
আপনি পৃথিবীতে তিনটা দিন থাকবেন আর।

প্রথম দিনের পহেলা মুহূর্তে কবিতা লিখতে বসেছি।
দ্বিতীয় দিন প্রেমিকার চোখে জমে থাকা ভালোবাসা কুঁড়ানোর আর
তৃতীয় দিন কোরান পাঠ ও সালাত আদায়ের ছক কষেছিলাম।

কবিতার খাতা বন্ধ করে ঘাড় ফিরাতেই দেখি আসমান অব্দি
লম্বা সুড়ঙ্গ পথ দিয়ে আমারে টেনে নিয়ে যায় মৃত্যুদূত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments