আমাদের প্রতিশ্রুতির বারোটা বাজিয়ে
নিউজফিড ভেসে যাচ্ছে তোমার আর
তোমাদের যুগল ছবিতে।
তবু কষ্ট লাগছে না, দুঃখও হচ্ছে না
একান্তে পুষিয়ে নিয়েছি সবকিছু
কবে কখন নিজেই দাঁড়ালাম নিজের বিপক্ষে
মেলাইনি হিসেব।
ছবি দেখে বুঝি, মি. হ্যান্ডসাম বেশ যত্নে রেখেছে তোমায়।
বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোমার সরকারি চাকরিজীবী বর নিয়ে উদাহরণ টানে ইদানীং।
কি সৌভাগ্য আমার, তোমার আনন্দ আয়েশ দেখছি!
তবে মাঝেমাঝে দুঃখ হয় এইভেবে
আমাদের প্রতিশ্রুতির বারোটা বেজে গেছে,
সব কথা মিথ্যে হয়ে গেছে
সব স্বপ্ন প্যাকেটবন্দী হয়ে পাচার হয়ে গেছে
কোথায় জানি!
2023-09-15