আমি চাই তোমার সাথে আবার দেখা হোক,
তোমার নরম কথায় মন গলে পড়ুক রঙিন আইসক্রিমের মতো।
ওরকম চোখের ভেতর থেকে বেরিয়ে আসুক আবেদন
ইশারায় গ্রহণ করি তোমাকে।
তারপর এক যুগ পর আবারো দেখা হোক
শিল্পকলার সকল সীমা লঙ্ঘন করে আমরা নতুন শৈলী গড়ি।
শুয়ে পড়ি আবার, আবারো
শিশিরের মত চুমুতে জয় করি পৃথিবীর যত অশুভ।
2023-09-14