Review This Poem

*
বালিকা তুমি কবিতার মাঝে
অন্তমিলের ছন্দ,
বালিকা তুমি-ই গোলাপের মাঝে
সুরভিত স-ুগন্ধ।
বালিকা তুমি অনন্য এক
মানবী’র উপাখ্যান,
তোমায় নিয়ে শিল্পী-কবি
লিখে গেছে কত গান।
বালিকা তুমি দিনের সুরুজ
রাত্রিতে পুর্নিমা,
বালিকা তুমি ধরনীর মাঝে
তুমি-ই তোমার উপমা।
বালিকা তুমি রহস্য এক,
রূপকথা হতে শ্রেয়,
বালিকা তোমায় বালক- বৃদ্ধ
সবাই পেয়েছে প্রিয়।
বালিকা তুমি সৃষ্টির মাঝে
স্রষ্টার সেরা শিল্প,
তোমায় নিয়ে পৃথিবী স্বয়ং
লিখে যায় অণুগল্প।
বালিকা তুমি-ই ক্ষমতাধারী
পৃথিবী করেছো ত্রাশ,
বালিকা তুমি আজীবন ধরে
বালকের সর্বনাশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments