3/5 - (1 vote)

আমার পদ্য আমার গদ্য; আমার গান
জানিনা তো তা পৌছাবে কি তোমার কান?
আমার অন্তর আমার হৃদয়; আমার দিল
ঘৃণায় পূর্ণ তোমার জন্য ইসরাইল।

তোমার শক্তি তোমার সত্তা; সব বৃথা
শিশুর হাসি কাড়লেই বুঝি যায় জেতা?
মায়ের বুকে মারলে তো লাথি; মারলে কিল
পরিণাম তুমি পাবেই পাবে ইসরাইল।

যুদ্ধ তো নয় সন্ত্রাসী করে তোমার চোখ
তোমার প্রতি অযুত হৃদের নিযুত ক্ষোভ,
ঘৃণ্য তুমি, ঘৃণা-ই তোমার অন্তমিল…
গর্ব তোমার খর্ব-ই হবে ইসরাইল।

তোমার অস্ত্র; অশ্রু থেকেও পোক্ত নয়
মারার পরে তোমার-ও হয় মরার ভয়,
তাকাও তোমার বিমান-কামান; মিসাইল
ধ্বংস তোমায় ডাকছে দেখো ইসরাইল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments