Review This Poem

এই-যে আমার যন্ত্রণাময় ভিষণ জ্বরের রাতে
আছো কি কেউ ঘুম না এলে হাত রাখবে হাতে।
উষ্ণতা মোর চুইয়ে নিবে তোমার ঠোঁটের চুমে
গভীর আলিঙ্গনে আমায় জড়িয়ে নিবে ঘুমে।

এই-যে আমার বিনিদ্র রাত ভোর হয়না কভু,
সকাল এলেও হৃদয় মাঝে আঁধার থাকে তবু
আছো কি কেও আঁধার ভেঙে আমার হাতটি ধরে
চাঁদের আলোয় ভরে দিবে আমার হৃদয় জুড়ে।

এই-যে তোমার প্রতীক্ষাতে অসুখ আমার খুব
তুমি এলেই ঘুচবে অসুখ দূর হবে সব দুখ
তুমি-ই আমার আঁধার জুড়ে একটুখানি আলো
আমি বাসি; তুমিও আমায় একটু বেসো ভালো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments