ওগো! জননী তোমার অন্তঃ পৃষ্ঠ হতে আমার উৎপত্তি!
যখন আমি তোমার গর্ভে ছিলাম,
তখন তুমি পাহাড় সমতুল্য কষ্ট সহ্য করেছ!
কখনো হয়তবা আমি নড়াছড়া করেছি;
আবার কখনো হয়তবা আমি হাত পাঁ ছুঁড়াছুঁড়ি করেছি!
আর তখন তুমি কষ্ট অনুভব থেকে
তিনগুণ বেশি তৃপ্তির হাঁসি হেসেছিলে!
বিধাতা তোমায় এক অদ্ভুত ধৈর্যশক্তি দিয়ে,
সৃষ্টিকার্য সম্পূর্ণ করিয়াছে!
যখন আমি পৃথীবিতে আগমন করেছি,
তখন তুমি প্রায় মৃত্যুর সাথে পানজা লড়েছিলে!
এরপর তোমার যত মায়ামমতা আছে ইহার সর্বোচ্ছ,
দিয়ে তুমি আমায় লালিত-পালিত করেছ!-
তুমিই আমার জীবনের প্রথম শিক্ষক হয়ে,
আমায় ভালো-খারাপের পার্থক্য শিক্ষাদান করেছো!
তুমি আমার জন্য যত ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছিলে তাহাঁ পৃথীবির কেউ কখনোই করবে না!
তুমিই আমার উত্তম মা, তুমিই আমার লক্ষ্মীশ্রী মা!
2021-03-12