3.3/5 - (3 votes)

ছুঁয়েছিল তোমায় শরৎতীয় সন্ধ্যে শেফালি,
ব্যাকুল হয়েছিলে তুমি হেমন্তিকা ভরা হিমেলে!
রঙিন হয়েছ তুমি ফাগুনের মাতাল হাওয়াতে,
মুখরিত করিয়াছে তোমায় বসন্তের ফুলের ঘ্রাণে!
বৃক্ষ কুলে অতিথির আগমন ঘটবে বলে,
সাজসজ্জার প্রতিযোগিতা ঘনাচ্ছে তীব্র!
এই লাবণ্য সুভাষ ডিঙিয়ে বেধ করতে পারেনি আমায়,
হয়ত এই চিত্তে জমাটবদ্ধ ছিলো নিকষিত ভাবে!
আবার, হয়ত জড়িয়েছিলাম কারো ঈর্ষ্যমাখা ডাকবাক্সে!
সেখানে লিখা ছিলো কেবলই অভিমান!
সমুদ্রের দুশো ফিট নিছের অন্ধকারে যেমন,
নিজের হাত পর্যন্ত দেখা সম্ভব নই!-
তেমনি আমার হৃদয়ে গাঢ় অন্ধকারে ডাকা ছিলো, কখনোই বসন্তেরকোকিল কুহু কুহু করে ডাকেনি!
ডেকেছিলো শুধুই অবজ্ঞা, অবহেলা, অনাদর!!-

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments