এই শহরে রোজ কতশত
অঘটন ঘটে যায় _
বজ্রপাতের চেয়ে অকস্মাৎ আঘাতে
ভেঙে পড়া গার্ডারে পিষ্ট হয় অবোধ প্রাণ,
জলাবদ্ধতার নগরে ড্রেনে ভেসে চলে যায়
প্রাণোচ্ছল ষোড়শীর লাশ।
আততায়ী লুণ্ঠন করে নিয়ে যায়
যাপিত জীবনে পৌঢ়ের সমস্ত অর্জন মূহুর্তেই,
বস্তির খোলসে অরাজকতার কারবার
করে সফেদ ভবনে বসে থাকা দূর্নীতিবাজ শুয়োর।
কতশত অঘটন ঘটে যায় রোজ;
ক্ষুধার বিনিময়ে বিকিয়ে যায় সম্ভ্রম
মদের গেলাসে উৎপীড়িতের রক্ত ঢেলে চিয়ার্স
বলে হাক ছাড়ে রক্ত মাংসের শকুন।
জেব্রা ক্রসিং এ পড়ে থাকে চার চাকার তলে
পিষে যাওয়া নাবালকের তরতাজা ঘিলু।
এই শহরে কত শত অঘটন ঘটে যায় রোজ
অথচ এই এতকাল পেরিয়ে গেল তোমার আমার
দেখা হবার মত ছোট্ট একটা অঘটন ঘটেনি।
2022-10-20