2/5 - (1 vote)

আমাকে আঁকড়ে ধরো ; তীব্র ভাবে
এই পরাধীন নগর — আমাদের সভ্য পদাঙ্কে
শাদা স্রোত — তবু কালো জল আসে!
মৃত মাছ ভুলে যায় ভাসা
জ্বরক্লান্ত পৃথিবী তেঁতে উঠা রাইফেল নলে
নতজানু
সায়ানাইড চাঁদ বেশ্যার কোল জুড়ে পতিত জোছনা আত্মহত্যান্মুখ
বিতাড়িত শয়তানের আত্মা হাড়ের ভিতর মজ্জায় বসে থাকা ; জোক —
নিভৃত রঙমেঘ সং সেজে নাচে ইহুদি জীবন।

অমর নয় এই দেহ, সিরিয় কবিতায় থর থর করে
চুরুটবদ্ধ ঠোঁট — য্যানো হ্যাভানায় ফিদেল দিয়েছে ডাক, আমার শরীরে চে ; আমি হাঁটছি আর্জেন্টিনা
পাড়ি দিচ্ছি প্যাসিফিক ময়ূর

তুমি আঁকড়ে ধরো ; তীব্র ভাবে
যেভাবে মৃত্যু জড়ায় এসে নশ্বর ভ্রুণের বায়ু
বিশ্রী গালাগালের শক্তি নিয়ে আমাতে বিদ্ধ হও
সরাসরি — যেহেতু আততায়ী নও
সোনালী ভোরের ক্ষেতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments