তোর ভেতরে আমি কোথাও ছিলাম কি কোনদিন!
তোর কাছে তবু আমার কিসের এত ঋণ!
তুই কেন রাতের আঁধার হতে পারতিস দিন।
অচিন মানুষ আমি তোর তুইতো আমার চেনা
দিনে দিনে বাড়ে শুধু ভালোবাসার দেনা।
দূরত্বটা অনেক তবু স্বপ্ন কেন দেখা
দিনের শেষে দু’জন মিলে ভীষণ রকম একা
তাইতো দেখি এক যোগ এক
হয়েছে এখন তিন!
2024-10-05