Review This Poem

পাগলীরে,
তুই থাকবি কেমন ক’রে
যদি আমি হঠাৎ করে যাই কখনো মরে
কেমন করে বুঝবিরে তুই রাত-দিনের ভিন্ন
কেমন করে মুছবিরে তুিই শরীর ভরা চিহ্ন!
তোর দিকে আঁড় দৃষ্টি এই নগরের সবার
একেকটা চোখ তোকে দেখে কয়েক শ’ বার
আমার তোকে একবার দেখলেই হয়
সেই মুগ্ধতা- অনন্তকাল রয়…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments