আমি তোমায় দেখে চমকে উঠি
তুমি চমকাও না
আমি তোমায় দেখে থমকে দাঁড়াই
তুমি থমকাও না।
গাঙ্গের জলে তোমার ছায়া
বিরাণ ভূমেও তুমি
হৃদয় মাঝে মুগ্ধ দুপুর
দেখতে তুমি পাওনা
গাছের ছালে পাখির বাসায়
সেথাও তোমার মুখ
তুমি দেখো না, আমি দেখি
এটাই আমার সুখ।
2024-10-05