চাঁদেরও তো যৌবন ছিল
আঁচ করা যায় খুব
সূর্য প্রেমিক ঝলসেছিল
দেখে তার সে রূপ
মেঘের সাথে চলতো তার
গোপন অভিসার
গলে নিলো চাঁদ বালিকা
কলঙ্কের হার।
জোছনা আর বরষা তার
ছিল হাহাকার
মাথার উপর নীলচে আকাশ
ছিল আয়না ঘর।
আকাশ ভরা তারার মিছিল
তারারা অমর
নদীর জলে আছড়ে পড়ে
অপূর্ণতার চর।
2024-10-05
বাহ সুন্দর অনুভব