মৃতের নিজস্ব কোন গন্ধ থাকে না!
মৃতদেহ যেমন কোন ঘ্রাণ বোঝে না…
তার চারপাশে ভিড় করা
অ-মৃত মানুষগুলো কখনো কর্পূর
কখনো বা চায়ের ঘ্রাণ পায়…
মাছি আর পিঁপড়া ঘ্রাণ বোঝে, মৃতের।
তুলে নিয়ে যেতে চায় একটা দেহকে…
পোস্টমর্টেম করতে নয়,
খুবলে খুবলে খেতে…
মৃতদেহ খেয়ে জীবন বাঁচাতে…
জীবন থাকা প্রাণীগুলোর যত আয়োজন মৃতদেহ ঘিরে!
2024-10-05