এই জেলির মত থকথকে অন্ধকারের ব্লাক হোলে,
মানুষের ফুকুসিমা বুকে।
কই, মানুষ তো দেখি না কোথাও।
দেখি আগুন।
স্থির সে আগুনের মধ্যে কোথাও কোথাও ,
ঘোত্তা খাচ্ছে এটমিক মলিকুলার।
কত চাপ, তাপে একেকটা বার, একেকটা আগুন হচ্ছে।
স্থির আগুন সে।
অথবা এখানে,
এই ক্রমশ নিউরনে চেপে দেয়া, মার্ক্স
কিংবা ম্যাকাইবার রচিত নাটকে।
মানুষের অভিনয়ের ভেতরে,
কই, মানুষ তো দেখি না কোথাও।
দেখি খেলার লাঠিম।
কেবল কারো ছুড়ে দেয়া সে লাঠিমের মতো,
ঘোত্তা খাচ্ছে। খেয়ে যাচ্ছে।
খেলে যাচ্ছে, কারো খেলা।
এবং কবি সে। বলেছিলেন-
‘যে যত জোরে ঘোত্তা খায়
তাকে ঠিক ততটাই, স্থির দেখায়।
যে যত বেশি রঙ মাখায়
তাকে ঠিক ততটাই, এক রঙা দেখায়।’