মরুক,
মরে মরে মুক্তি পাক, সব বন্দি পাখি।
যে শহরের পাখিদের, কোন আকাশ নেই।
যে শহরের পাখিদের, কোন আওয়াজ নেই।
যে শহরের পাখিদের, কোন ডানা নেই।
সে শহরের পাখিদের,
কেবল মরে যাওয়াই ভালো।
মরুক,
মরে মরে মুক্তি পাক, সব বন্দি পাখি।
আর বাঁচুক,
তুমুল স্বেচ্ছাচারিতায়,
কেবল বেঁচে থাকুক, যত দুর্বৃত্ত রক্ত পিপাসু শকুন।
যারা, আকাশের গায়ে ব্যারিকেড দিয়ে
খেলে জীবনের পাশা খেলা।
যারা, বাতাসের প্যাকে মুসক লাগিয়ে
ফেরি করে ফেরে মতিঝিল কিংবা জিগাতলা।
এই তাসের শহরে,
এই পিচঢালা আততায়ী রাস্তায়।
অর্ধনগ্ন ধর্ষিতার পচাগলা লাশ
ভেসে থাকা এই নর্দমায়।
কেবল বেঁচে থাকুক তারাই।
আর,
বেঁচে থাকা সে সব হিংস্র শকুনের তিক্ষ্ণ নখ, চেপে ধরুক কয়েদি পাখিদের গলা।
তাদের শ্বাসরোধ হোক,
তাদের কথারোধ হোক,
অথবা তারা মরে যাক।
মরে গিয়ে মুক্তি পাক মহাশূন্যময় স্বাধীনতায়।
এবং সব পাখি মরে গেলে
অন্ততঃ কিছুদিন
এই বন্দিশালায় বেঁচে থাকা চৌকিদার সব শকুন
নিজেরাই ঠুকরে খাক, নিজেদের মগজ।।