নীলান্তিকা, সময়ের বুকে এখন
বিলক্ষণ বয়ে চলছে এক বড্ড অসময়।
যেতে দাও, যা কিছু সব ভেসে চলে যাক।
আমাদের সম্পর্কের সেচ প্রকল্পে
বহু ব্যয়ে নির্মিত অকার্যকর বাঁধ,
আটপৌরে সংসার, টুকিটাকি খুনসুটি
ভালোবাসবার মতো নৃশংস অপরাধ।
ফানুসের মতো পুড়ে পুড়ে খুব দূরে
যে কোন কোথাও তারা সব উড়ে চলে যাক।
আমাদের অবাধ্য স্বপ্নের ঝাঁক।
আড়ষ্ট চুমুর মিইয়ে যাওয়া বাসি উত্তাপ।
একি পথে একসাথে হেঁটে আসা দুইজোড়া-
পায়ের পাতার, বেপরোয়া সব যুগলবন্দি ছাপ।
হঠাৎ ব্রেক কষে থেমে যাওয়া বাসের মতো
কোন মাঝপথে তারাও খুব অহেতুক থেমে যাক।
আমাদের হাসির রঙ, মিথ্যে আদিখ্যেতা
গা জ্বালা করা বিশ্রী সব ঢঙ।
হিমোগ্লোবিনের বন্যায় খুব ছুটে চলা
আমাদের প্রোজেস্ট্রোজেনস্,
প্রতিশ্রুতির লৌহ দণ্ডে অপ্রীতিকর সব জঙ।
জীবনের ব্লাকবোর্ডে আঁকা চকের রেখার মতো
কোন কোন ডাস্টারে তারা সব মুছে যাক।
নীলান্তিকা, সময়ের বুকে এখন
বিলক্ষণ বয়ে চলছে এক বড্ড অসময়।
যেতে দাও, যা কিছু সব ভেসে চলে যাক।।