চল যাই পাখি কিছু ছবি আঁকি
বাতাবিলেবুর বন উড়ে যাক, উড়ে যাক।
সবকিছু সবুজের ফাঁকি।
আমার নোনা জল, আমার ব্যথার ছল।
মেঘেদের রঙ দেয় ঢাকি।
একটা জীবন ভুল। ছুঁয়ে যায় কেয়া ফুল।
নিবেদিত প্রেম রয় বাকি।
মরীচিকা মরে যায়। পাতা ঝরা কবিতায়।
বারুদের দাম দেবে না কি।
ভায়োলেন্স ভায়োলিন বিষাদের চাপা বিন
চিরদিন যায় শুধু ডাকি।
উত্তর দক্ষিণ হয়ে যায় সব লীন
একি বিন্দুর বিপরীতে শুধু থাকি।
অভিযোগ চুয়ে চুয়ে অভিমানে আছড়ায়
ভালোবাসা পাহাড়ায় খাকি।
অচেনা অনেক আশা পায় না কোন ভাষা
বিগলিত বুক মাখামাখি।
তোমার অতল চোখ ভিজে ভিজে করে শোক
আমি শুধু চেয়ে চেয়ে দ্যাখি।।