বালিকার হিমায়িত হৃদয়ের কাছে
মরে পরে আছে
একটি বন্য শালিক।
সোনালী রোদ্দুর ফুটে ওঠে
শালিকের পাখা করে চিকচিক।
করে চিকচিক।
বালিকার নরম আঙুল
ছুঁয়ে দেয় শালিকের পাখা।
ধুকপুক ধুকপুক
করে তার তুলতুলে বুক।
শালিকের ঠোঁটের ভেতর
পিলপিল করে
হেটে চলে পিপীলিকার সারি
বালিকার চোখে
ছল ছল করে জল।
বালিকা বুঝতে চেষ্টা করে
শালিকটি, পুরুষ নাকি নারী
শালিকটি, পুরুষ নাকি নারী।।