কোন এক রক্ত জবার ফুসফুস জড়িয়ে ধরবার ভীষণ ব্যাকুলতাময় পিয়াসায় কবে যেন সীমানা পেরিয়ে গেছে বুলবুলিটার প্রেমিক হবার বয়স।
অথচ মন্ত্রমুগ্ধের মতো মরে গিয়ে আর ফিরে আসেনি একটাও শালিক সময়। বয়ে যাওয়া হয় নি নদীর অতলে তার অতল প্রেমিকার একটিও নদীময় নামে।
অথচ ভুল শব্দের নামের তালিকায় তালিকায় ফেলে যাওয়া কালিমায় কালো কালো চিহ্ন বলে গেল বারবার অন্ততঃ একবার তবু যেন প্রেম হয় একটা সবুজ কাক।
অথচ হতবাক প্রেম তবু পিঠের ওপর সাপ ঘুড়ি আঁকে। এবং এঁকে এঁকে ঘোত্তা খেতে খেতে উড়ে যায় কাছেই কোথায় যেন সুতোর নাগালে ঝুলে থাকা যেকোন সফেদ জলজ আকাশে।