আমি তোমার জন্য লিখেছি, একশোটি কবিতা।
যে কোন একটি কবিতা, তুমি শুনতে পারো।
যে কোন একটি কবিতায় তুমি দেখবে,
সবুজ পাতার ফাঁকে তোমার ছায়ায়-
দোল খাচ্ছে ডাল সুদ্ধ একটা রক্ত জবা।
যে কোন একটি কবিতায় তুমি দেখবে,
তোমার চোখ ভয়ানক শাসক।
আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে
তার একান্ত স্বেচ্ছাচারিতায়।
আমি তোমার জন্য লিখেছি, একশোটি কবিতা। যেকোনো একটি কবিতা, তুমি পড়তে পারো।
যেকোনো একটি কবিতায় তুমি শুনবে
তোমার দীর্ঘশ্বাস ঝরে পড়ছে শুকনো পাতার মতোন।
যেকোনো একটি কবিতায় তুমি বুঝবে
তোমার আঙুল ভুল করে ছুয়ে ফেলেছে কয়েক টুকরো ভাঙা কাঁচ।
তোমার বিষাদ খুব ভয়ানক
তীব্র গতিতে গলে পরবে তা
ভীষণ অবলীলায় ।
আমি তোমার জন্য লিখেছি, একশোটি কবিতা ।
যে কোন একটি কবিতা তুমি ভাবতে পারো।
যেকোনো একটি কবিতায়, তুমি জানবে
এক জীবন সাঁতরে বেড়ানো একটি যুবক
হঠাৎ ডুবে গেছে কোন এক ছোট্ট দিঘির জলায়।
যে কোন একটি কবিতায় তুমি দাঁড়িয়ে পড়বে
চেনা কোন গন্ধের তীব্রতর সুবাসময়তায়।
আমি তোমার জন্য লিখেছি, একশোটি কবিতা ।
যেকোন একটি কবিতা তুমি বুঝতে পারো।
যে কোন একটি কবিতায় তুমি জানবে
আমি কোন এক পরিত্যক্ত নৈবেদ্য কিংশুক।
এবং কিছুক্ষণ পূর্বে আমার মৃত্যু হয়েছিল
কোন এক দেবীর পূজায়।।