সুতরাং,
আজন্ম কী নির্লজ্জ আমি।
শোকেসে তুলি রাখি, একান্ত আমারি সে শোক।
আর ভাবি, কেউ একটা এসে, খুব দেখুক।
সুতরাং,
আজন্ম কী নির্লজ্জ আমি।
নিজে নিজে চোখ খুঁড়ে খুঁড়ে আনি কাবেরী।
আর ভাবি, কেউ একটা এসে, খুব ডুবুক।
কিন্তু, বেঁচে থাকলে
কেবলি যে নির্লজ্জ হতেই হয়।
কেননা, জীবন সে, জন্ম যার
‘আজন্ম নির্লজ্জ কামনায়’।